• facebook
  • twitter
Friday, 30 January, 2026

অব্যাহত মৃত্যুমিছিল, ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে মৃত ১ হাজার ৯২০

নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লি, গৃহবন্দি কয়েকশো কোটি মানুষ। গোটা বিশ্বে থমকে ব্যবসাবাণিজ্য। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও।

প্রতীকী ছবি (Photo: IANS)

নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লি, গৃহবন্দি কয়েকশো কোটি মানুষ। গোটা বিশ্বে থমকে ব্যবসাবাণিজ্য। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯২০ জনের প্রাণহানি ঘটেছে বলে জানা গিয়েছে।

জন্স হপকিন্স বিশ্বদ্যিালয়ের একটি সমীক্ষা অনুসারে, গত ঘণ্টায় মার্কিন মুলুকে মৃতের সংখ্যাটা প্রায় দুই হাজার। মোট আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৫ লক্ষ ৩২ হাজার ৮৭৯ জন।

Advertisement

এতদিন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেশি হলেও মৃত্যু হয়েছিল সবচেয়ে বেশি ইতালিতে। রবিবার সেই কের্ড ভেঙে দিল আমেরিকা। করোনা পজিটিভ দেড় হাজারেরও বেশি ভারতীয়মার্কিন। করোনার প্রকোপে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মর্গেও জায়গা কুলোচ্ছে না।

Advertisement

বেওয়ারিশ দেহ সরাতে তাই এবার গণকবর দেওয়া শুরু হয়েছে নিউইয়র্কে। ড্রোন থেকে সেই ছবি ধরা পড়েছে, তাতে সার সার সাজানো কফিন একসঙ্গে মাটি চাপা দিতে দেখা গিয়েছে। একসঙ্গে এত মৃতদেহ সরাতে হিমশিম খাচ্ছেন বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ।

ব্রিটেন থেকে নতুন করে ৯৮০ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে বর্তমানে করোনার ভরকেন্দ্র আমেরিকা। সংক্রমণের রেখা সেখানে উর্ধমুখী। এদিকে, গোটা বিশ্বে করোনা আক্রান্ত্রে সংখ্যা বেড়ে হয়েছে ১৭ লক্ষ ৭৯ হাজার ৮৪২। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮ হাজার ৭৭৯ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ২ হাজার ৭০৯জন।

Advertisement