পাশাপাশি দাঁড়িয়ে থাকা ২টি বিল্ডিং হুড়মুড় করে ভেঙে পড়ায় ১৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে মরক্কোর অন্যতম প্রাচীন শহর ফেজ-এ। চারতলা ওই দুটি বিল্ডিং ঘনবসতিপূর্ণ শহরটিতে ভেঙে পড়ায় চাপা পড়ে যান অনেকেই। গুরুতর আহত আরও ১৬ জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তরফে বলা হয়েছে, এই বিল্ডিং দুটি ছিল অল-মুস্তাকবাল এলাকায়। সেখানে বাস করত ৮টি পরিবার। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন আধিকারিক, নিরাপত্তা কর্মী, এবং নাগরিক সুরক্ষা বাহিনীর কর্মীরা। ভেঙে পড়া বিল্ডিংগুলির ধ্বংসস্তূপের মধ্যে শুরু হয় উদ্ধারকাজ।
মাস দুয়েক আগেই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ। বেকারত্ব, বাসস্থানের অব্যবস্থা, সরকারি পরিষেবার অভাবের বিরুদ্ধে সরব হয়েছিল জনতা। সেই আন্দোলন এতটাই ভয়াবহ রূপ নেয় যে, নিরাপত্তা ভেঙে প্রশাসনের সদর দপ্তরে অনুপ্রবেশের অভিযোগে ৩ জনকে গুলি করা হয়। গ্রেপ্তার করা হয় অন্ততপক্ষে ৪০০ জনকে।
Advertisement
Advertisement
Advertisement



