প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দিল ভারত। শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে প্রস্তাব গৃহীত হয়। সেই প্রস্তাবে ভারত সহ বিশ্বের মোট ১৪২টি দেশ প্যালেস্টাইনের পূর্ণ সদস্যপদের সমর্থনে ভোট দেয়। বিপক্ষে যায় মাত্র ১০টি দেশ। এছাড়া ভোটদান থেকে বিরত থাকে আরও ১২টি দেশ।
যে দেশগুলি প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে, তাদের মধ্যে রয়েছে আমেরিকা ও ইজরায়েল। পাশাপাশি আর্জেন্টিনা, হাঙ্গেরি, পাপুয়া নিউ গিনি, প্যারাগুয়ের মতো দেশও একই অবস্থান নিয়েছে। গৃহীত প্রস্তাবে স্পষ্টভাবে জানানো হয়েছে, ইজরায়েল-প্যালেস্টাইন দ্বন্দ্বের স্থায়ী সমাধান কেবল দ্বি-রাষ্ট্রনীতির মাধ্যমেই সম্ভব। সেই লক্ষ্যেই শান্তিপূর্ণ ও দীর্ঘমেয়াদি সমাধানের পথে এগোতে হবে বলে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রসঙ্ঘের এই প্রস্তাবে।
Advertisement
২০২২ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইজরায়েলে প্রাণ যায় প্রায় ১২০০ মানুষের। পণবন্দি করা হয়েছিল প্রায় ২৫০ জনকে। তার পর থেকেই গাজায় পাল্টা অভিযান শুরু করে ইজরায়েলি সেনা। এখনও পর্যন্ত সেই হামলায় ৬০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। খাদ্যাভাব, অনাহার ও অপুষ্টিতে শিশু-সহ আরও অসংখ্য মানুষ মৃত্যুর প্রহর গুনছে।
Advertisement
জাতিসংঘে গৃহীত সর্বশেষ প্রস্তাবে গাজাকে হামাসের নিয়ন্ত্রণমুক্ত করার কথাও বলা হয়েছে। কিন্তু এর আগে ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ইজরায়েলের বিরুদ্ধে একাধিক প্রস্তাব গৃহীত হলেও তেল আভিভ প্রশাসনের অবস্থানে কোনও বদল আসেনি। বরং সাম্প্রতিক সময়ে গাজার ত্রাণ লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের উপর বারবার ইজরায়েলি সেনাদের গুলি চালানোর অভিযোগ উঠেছে। হামাস দমনের নামে গাজাকে কার্যত মৃত্যুপুরীতে পরিণত করেছে ইজরায়েল। যুদ্ধের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা ভূখণ্ড।
Advertisement



