মালয়েশিয়ার নৌসেনার দুই কপ্টারের সংঘর্ষে মৃত ১০

Written by SNS April 23, 2024 12:15 pm

কুয়ালালামপুর, ২৩ এপ্রিল: বড়সড় দুর্ঘটনা কবলে মালয়েশিয়ার নৌবাহিনী। আজ, মঙ্গলবার মাঝ আকাশে দুই কপ্টারের সংঘর্ষে মৃত্যু হয়েছে ১০ জনের। রয়্যাল মালয়েশিয়ান নৌসেনার বিশেষ প্যারেড অনুষ্ঠানের জন্য মহড়া চলাকালীন ঘটে এই দুর্ঘটনা। জানা গিয়েছে, আজ মালয়েশিয়ার লুমুটের নৌসেনা ঘাঁটিতে এই বিশেষ মহড়া চলছিল। সেই সময় মাঝ আকাশে দুই হেলিকপ্টার কাছাকাছি চলে আসে। যার ফলে এই দুর্ঘটনার শিকার হয় কপ্টার দুটি। একটি কপ্টারের রোটারের সঙ্গে অন্য একটি কপ্টারের ধাক্কা লাগে। এরপরেই নিয়ন্ত্রণ হারায় কপ্টার দুটি। মুহূর্তে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর দ্রুত সেখানে ছুটে আসেন নৌসেনার আধিকারিকরা। সেনা কর্মীদের মৃতদেহগুলি উদ্ধার করা হয়। পাঠানো হয় স্থানীয় লুমুট সেনা হাসপাতালে। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে কিভাবে ঘটল এই সংঘর্ষ? এবং কিভাবে নিয়ন্ত্রণ হারালেন কপ্টারের পাইলটরা? সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি। মালয়েশিয়ার নৌবাহিনীর তরফে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানা গিয়েছে।