• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুজোর মুখে তুমুল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ

কলকাতা, ৯ সেপ্টেম্বর–  পুজোর খুশি ভাসতে চলেছে জয়ের তোড়ে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, নিম্নচাপ ঘনিয়েছে বঙ্গোপসাগরে। পুজোর আগেই আবহাওয়ার বদল হতে পারে বলে । এই সপ্তাহান্তেও তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলি। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি কম হবে। কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় বঙ্গে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিম মধ্য

কলকাতা, ৯ সেপ্টেম্বর–  পুজোর খুশি ভাসতে চলেছে জয়ের তোড়ে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, নিম্নচাপ ঘনিয়েছে বঙ্গোপসাগরে। পুজোর আগেই আবহাওয়ার বদল হতে পারে বলে । এই সপ্তাহান্তেও তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলি। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি কম হবে। কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় বঙ্গে।

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিম মধ্য ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। পশ্চিম, মধ্য বঙ্গোপসাগর থেকে এর অভিমুখ হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে । উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল হয়ে এই নিম্নচাপ ধীরে ধীরে স্থলভাগে প্রবেশ করবে। এর জেরে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও বাংলা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 

Advertisement

Advertisement

Advertisement