প্রায় এক ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল কলকাতার তাপমাত্রা। তবে এক দিন বন্ধ থাকার পর উত্তুরে হাওয়া টের পাওয়া যাচ্ছে শহরে। সঙ্গে ঘন কুয়াশায় ঢাকল উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। হাওয়া অফিস জানিয়েছে, কোথাও কোথাও পারদ চড়লেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচেই রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পারদ স্বাভাবিকের নীচে থাকবে। পাশাপাশি, ভোরের দিকে ঘন কুয়াশা থাকবে বেশির ভাগ জেলায়। সপ্তাহান্তে ফের তাপমাত্রা বাড়তে পারে।
জানুয়ারির প্রথম সপ্তাহেই ১০ ডিগ্রির ঘরে নেমেছিল কলকাতার পারদ। বুধবার ভোরেও কলকাতার তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় বৃহস্পতিবার তাপমাত্রা সামান্য বেড়েছে। বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম।
Advertisement
Advertisement
Advertisement



