• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

পুরুলিয়া ১৩, কলকাতা ১৯, জেলায় জেলায় শীতের আমেজ

বর্ষা বিদায় নিতেই দাপট দেখাতে শুরু করেছে উত্তুরে হাওয়া। এক ধাক্কায় নেমে গিয়েছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকার তাপমাত্রা। কার্তিকের শেষেই শীতের আমেজ পশ্চিমবঙ্গে।

বর্ষা বিদায় নিতেই দাপট দেখাতে শুরু করেছে উত্তুরে হাওয়া। এক ধাক্কায় নেমে গিয়েছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকার তাপমাত্রা। কার্তিকের শেষেই শীতের আমেজ পশ্চিমবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তুরে হাওয়ার দাপটে পারদ পতন অব্যাহত থাকবে। উইকেন্ডে রাজ্য জুড়ে শীতের আমেজ থাকবে। আগামী কয়েকদিনে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কমবে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে। অন্যদিকে পশ্চিমের জেলা পুরুলিয়ার তাপমাত্রা ১৪-র আপাশে ঘোরাফেরা করছে। জেলায় জেলায় পারদপতন অব্যাহত থাকলেও আপাতত শীত আসতে কিছুটা হলেও দেরি রয়েছে।

পার্বত্য এলাকা ছাড়া বঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনোই থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে। ফলে দৃশ্যমানতাও কিছুটা কম থাকবে। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে কুয়াশার পরিমাণ বৃদ্ধি পাবে। বাকি সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা-ধোঁয়াশা থাকবে।

আজ, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৯ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।