রেলকর্মীর তৎপরতায় বাঁচল বৃদ্ধের প্রাণ

জীবনের ঝুঁকি নিয়ে বৃদ্ধের প্রাণ বাঁচানোর জন্য সতীশকুমারের প্রশংসা করে বালিচকের স্টেশন ম্যানেজার দশরথ বৈরাগী বলেন, ‘কোনও প্রশংসাই ওর জন্য যথেষ্ট নয়।

Written by SNS বালিচক | June 24, 2022 5:15 pm

দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর বিভাগের বালিচক স্টেশনে রেলকর্মীর এক তৎপরতায় বাঁচল এক বৃদ্ধেৰ প্ৰাণ।

ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে বালিচক স্টেশনের ২ নং প্ল্যাটফর্মে। আপ লাইন দিয়ে স্টেশনে ঢুকছিল খড়গপুরগামী একটি মালগাড়ি।

২ নং প্ল্যাটফর্মে ট্রেনটিকে সবুজ পতাকার সংকেত দেখানোর জন্য দাঁড়িয়েছিলেন পয়েন্টসম্যান এইচ সতীশকুমার। তিনি লক্ষ্য করেন যে লাইন ধরে মালগাড়িটি এগিয়ে আসছে, সেই লাইনেই এক বৃদ্ধ পড়ে আছেন।

তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ছুটে যান সতীশ। পাঁজাকোলা করে লাইন থেকে বৃদ্ধকে সরিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যান।

নিজের জীবনের ঝুঁকি নিয়ে বৃদ্ধের প্রাণ বাঁচানোর জন্য সতীশকুমারের উচ্ছ্বসিত প্রশংসা করে বালিচকের স্টেশন ম্যানেজার দশরথ বৈরাগী বলেন, ‘ কোনও প্রশংসাই ওর জন্য যথেষ্ট নয়।

সতীশ আমাদের সকলকে গর্বিত করেছে। ‘খড়গপুরের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার বলেন,’কজের প্রতি সতীশকুমারের নিষ্ঠা আমাদের পুরো রেল পরিবারকে গর্বিত করেছে।