নিজের পছন্দমতো এলাকায় পোস্টিংয়ের আবেদনের ব্যাপারে কড়া পদক্ষেপ করল ভবানী ভবন। ভবানী ভবনের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক থেকে কর্মীরা পোস্টিংয়ের আবেদন নিয়ে যেন ভবানী ভবনে ভিড় না করেন। এই সতর্কবার্তা দেওয়ার পরও যদি কেউ এই বিষয়টি নিয়ে ভবানী ভবনে ফের আবেদনের উদ্দেশে আসেন তবে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে এডিজি প্রশাসন অজয় মুকুন্দ রানাডে’র স্বাক্ষর ছিল। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, অযথা পোস্টিংয়ের আবেদন নিয়ে ভিড় করে কোনও ফল হবে না।