• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

আর্জেন্টিনাকে হারালো ভারতীয় ক্লাব

৭৯ মিনিটের মাথায় হুগো বুমাসের কর্নার থেকে কার্লোস রড্রিগেজ দুরন্ত গোল করে ওড়িশাকে এগিয়ে দেন

ভাউসাহেব বন্দোদকর মেমোরিয়াল ট্রফি ফুটবল শুরু হয়েছে গত ২৪ আগস্ট থেকে। এই প্রতিযোগিতায় ভারতীয় ফুটবল ক্লাবগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনার দু’টি ফুটবল ক্লাব। গত রবিবার ভারতের ওড়িশা এফসি লড়াই করে আর্জেন্টিনার ডেফিনসা ওয়াই জাস্টিসিয়ারের বিরুদ্ধে। ওড়িশা এফসি দল আর্জেন্টিনার শক্তিশালী ক্লাবকে হারিয়ে নজির গড়ল। প্রথম থেকেই দুই দলই আক্রমণাত্মক ভূমিকা নিয়ে খেলতে থাকে। ম্যাচটি প্রথম পর্বে গোলশূন্য ভাবে শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ডিফেনসা ওয়াই জাস্টিসিয়া গোল করে এগিয়ে যায়। বুস্টোস গ্যাব্রিয়েলের ফ্রিকিক থেকে দুরন্ত গোলটি করেন ভারগারা ক্রুজ। তবে, বেশিক্ষণ গোলটি ধরে রাখতে পারেনি প্রতিপক্ষ দল। ৬৮ মিনিটের মাথায় গোল পরিশোধ করে দেয় ওড়িশা দল। ওড়িশার হয়ে গোলটি করেন রায়নিয়ার ফার্ন্দান্দেস। এরপরে ৭৯ মিনিটের মাথায় হুগো বুমাসের কর্নার থেকে কার্লোস রড্রিগেজ দুরন্ত গোল করে ওড়িশাকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত ওড়িশা দল ২-১ গোলের ব্যবধানে আর্জেন্টিনার ক্লাবকে হারিয়ে দেয়। তবে এদিন ফার্নান্দেস, রয়কৃষ্ণরা বেশ কয়েকটি গোল করার মতো সুযোগ তৈরি করলেও সফল হননি।

Advertisement

Advertisement

Advertisement