• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

পুতিনের ভারত-সফরের মধ্যেই ভারত-মার্কিন প্রতিরক্ষা চুক্তি ঘোষণা আমেরিকার

মার্কিন ডেপুটি বাণিজ্য প্রতিনিধি রিক সুইটজারের নেতৃত্বে ট্রাম্প প্রশাসনের একটি প্রতিনিধি দল ভারতে আসার পরিকল্পনা করছে

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু’দিনের ভারত সফরে এসেছেন। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় তিনি দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছান। ‘বন্ধু’ পুতিনকে লাল গালিচা বিছিয়ে দেশে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে পুতিন ভারতে পৌঁছানোর আগেই আমেরিকা ভারতের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘোষণা করেছে।

পুতিনের ভারত সফরের মধ্যেই আমেরিকার তরফ থেকে ভারতের দিকে বাড়ানো হচ্ছে বন্ধুত্বের হাত। জানা গিয়েছে, মার্কিন ডেপুটি বাণিজ্য প্রতিনিধি রিক সুইটজারের নেতৃত্বে ট্রাম্প প্রশাসনের একটি প্রতিনিধি দল ভারতে আসার পরিকল্পনা করছে। এই দলে কারা থাকবেন সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ মার্কিন শুল্ক কমানোর জন্য আমেরিকার সঙ্গে একটি প্রাথমিক বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা করছে। এই অতিরিক্ত শুল্ক ভারতের অর্থনীতির মূল জায়গাগুলিকে বার বার আঘাত করেছে। ভারত একাধিকবার জানিয়েছে  এই বছরেই তাঁরা বাণিজ্য চুক্তি করার ব্যাপারে আশাবাদী। কিন্তু তার জন্য প্রথমে তৈরি করা দরকার এই চুক্তির জন্য যথাযথ কাঠামো যার মাধ্যমে শুল্ক নিয়ন্ত্রন করা  সম্ভব।

Advertisement

পুতিন ভারতে আসার আগেই, ভারতীয় নৌবাহিনী এমএইচ-৬০ এবং সিহক হেলিকপ্টারের জন্য একটি ভারত-মার্কিন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে  জানায় যে দুই দেশের মধ্যে সাত হাজার ৯৯৫ কোটি টাকার চুক্তি হয়েছে। ওই পোস্টে বলা হয়েছে, ‘এই চুক্তি ভারতের সঙ্গে আমাদের প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি সুখবর। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক লকহিড মার্টিন নির্মিত ২৪টি এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টারের জন্য একটি প্যাকেজ সই করেছে। ৯৪৬ মিলিয়ন ডলারের এই প্যাকেজ ভারতীয় নৌবাহিনীর ক্ষমতা ও কার্যকারিতা আরও বাড়াবে।’

Advertisement