• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

‘সম্প্রীতি দিবসে’ এক্স হ্যান্ডলে একতার বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলার মাটি একতার মাটি। এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ-বিবেকানন্দের মাটি- এই মাটি কখনো মাথা নত করেনি বিভেদের কাছে, আগামীদিনেও করবে না

৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন মাথায় রেখে তৃণমূল কংগ্রেস প্রতিবছর সম্প্রীতি দিবস পালন করে। এই দিনে এক্স হ্যান্ডলে একতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি প্রথমে সবাইকে সংহতি দিবস বা সম্প্রীতি দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।

এরপর মমতা লেখেন, ‘বাংলার মাটি একতার মাটি। এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ-বিবেকানন্দের মাটি- এই মাটি কখনো মাথা নত করেনি বিভেদের কাছে, আগামীদিনেও করবে না। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ — বাংলায় সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানি। আনন্দ আমরা ভাগ করে নিই। কারণ আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন।’ অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে সামাজিক মাধ্যমে একতার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

Advertisement

উল্লেখ্য , ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ধ্বংস হয়েছিল বাবরি মসজিদ। ধ্বংসের পরের বছর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি বছর ৬ ডিসেম্বর সংহতি দিবস পালন করছে তৃণমূল। এবার কর্মসূচি আয়োজনের দায়িত্বে রয়েছে তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন। শনিবার দুপুরে সভাতে মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরু ও প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। মূলত কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা ও হাওড়ার ছাত্র-যুবদেরই মূলত এই কর্মসূচিতে আসতে বলা হয়েছে। বুধবার সন্ধ্যায় নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে সভার প্রস্তুতি নিয়ে বৈঠক করেন বৈশ্বানর চট্টোপাধ্যায়, সার্থক বন্দ্যোপাধ্যায়, তৃণাঙ্কুর ভট্টাচার্যরা।

Advertisement

 

Advertisement