ভারত-পাক সংঘর্ষ বিরতি ঘোষণা হলেও এখনও উত্তেজনা অব্যাহত। সেই আবহেই এবার বঙ্গোপসাগর এলাকায় ফের বড়সড় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে ভারত। শুক্রবার থেকে আন্দামান ও নিকোবরের আকাশসীমা দু’দিনের জন্য বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছে ভারত। শুক্রবার ‘নোটাম’ জারি করে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এই নোটিসের অর্থ, শুক্র ও শনিবার আন্দামান ও নিকোবরের উপর দিয়ে কোনও যাত্রীবাহী বিমান চলাচল করবে না।
নির্দেশিকায় জানানো হয়েছে, শুক্র ও শনিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এই এলাকায় সব ধরনের বিমানের যাতায়াত বন্ধ থাকবে। বিকল্প যাত্রাপথ না মেলায় আন্দামান ও নিকোবররে সমস্ত যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, এই নিষেধাজ্ঞায় ৯টি আন্তর্জাতিক উড়ানপথ বন্ধ থাকছে।
প্রসঙ্গত আন্দামান নিকোবরে মিসাইল পরীক্ষা নতুন নয়। আগেও একাধিকবার আন্দামান-নিকোবরে মিসাইল পরীক্ষা করেছে সেনা। বড় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছিল গত জানুয়ারিতে। দেশে তৈরি ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল। তারপর এপ্রিলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ২৫০ কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছিল ভারতীয় সেনা। এবার ভারত-পাক সংঘাতের আবহে নতুন করে ভারতের মিসাইল পরীক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
যদিও সরকারের তরফে এখনও কী ধরনের অস্ত্র পরীক্ষা, কত শক্তিশালী অস্ত্র পরীক্ষা হবে সে বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।