ঠকঠক করে কাঁপছে দার্জিলিং, তুষারপাতে বন্ধ যান চলাচল

রাজ্য সরকার পর্যটনকেন্দ্রগুলি খুলে দিতেই দার্জিলিঙে আশপাশের এলাকা থেকে উপস্থিত হয়েছেন কিছু পর্যটক। তুষারপাত দেখে উৎফুল্ল তাঁরা।

Written by SNS Kolkata | February 6, 2022 6:08 pm

শুক্রবার রাত থেকে দার্জিলিঙের পাশাপাশি তুষারপাত শুরু হয়েছে কালিম্পঙেও। তুষারের চাদরে ঢেকেছে কালিম্পঙের লাভা, রিশপের মতো পর্যটনকেন্দ্রগুলি। যত দূর চোখ যায় তত দূর শুধু বরফে আচ্ছন্ন।

কালিম্পঙে এমন দৃশ্য দেখা যায়নি অনেক বছর। সেই ইতিহাস স্মরণ করে অনেকে বলছেন, শেষ বার কালিম্পঙে এমন দৃশ্য দেখা গিয়েছিল ১০ বছর আগে, ২০১১ সালে।

২০২১-এ ফের হাজির সেই তুষার-দৈত্য। শুক্রবার রাতে ফের তুষারপাত হয় দার্জিলিঙেও। শনিবার সকালেও সেই একই পরিস্থিতি।

তুষারপাতের জেরে দার্জিলিঙের কয়েকটি রাস্তায় পুরু বরফ জমে যায়। যার ফলে যানজট দেখা দেয়। পরে বরফ সরানোর কাজ শুরু হয়। আপার কার্শিয়ঙেও বরফ দেখা গিয়েছে শনিবার।

রাজ্য সরকার পর্যটনকেন্দ্রগুলি খুলে দিতেই দার্জিলিঙে আশপাশের এলাকা থেকে উপস্থিত হয়েছেন কিছু পর্যটক। তুষারপাত দেখে উৎফুল্ল তাঁরা।