• facebook
  • twitter
Sunday, 15 September, 2024

দক্ষিণে বিজেপির সঙ্গ ত্যাগ দীর্ঘদিনের ‘বন্ধু’ এআইএডিএমকের

বিজেপির দাবি, বিকল্প পরিকল্পনা প্রস্তুত চেন্নাই, ১৫ ফেব্রুয়ারি– উত্তরের বেশ কয়েকটি রাজ্যে যেখানে কংগ্রেসে ভাঙণ অব্যাহত সেখানে দক্ষিণে আবার বিপদ সংকেত দেখা দিল বিজেপির জন্য৷ উত্তর ভারতে গড়গড়িয়ে চলছে বিজেপির বিজয়রথ৷ কিন্ত্ত দক্ষিণ ভারতের অধিকাংশ রাজ্যে এখনও সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি গেরুয়া শিবির৷ এবার জোট রাজনীতিতেও ধাক্কা খেল বিজেপি৷ তামিলনাড়ুতে বিজেপির দীর্ঘদিনের ‘বন্ধু’ হিসেবে

বিজেপির দাবি, বিকল্প পরিকল্পনা প্রস্তুত
চেন্নাই, ১৫ ফেব্রুয়ারি– উত্তরের বেশ কয়েকটি রাজ্যে যেখানে কংগ্রেসে ভাঙণ অব্যাহত সেখানে দক্ষিণে আবার বিপদ সংকেত দেখা দিল বিজেপির জন্য৷ উত্তর ভারতে গড়গড়িয়ে চলছে বিজেপির বিজয়রথ৷ কিন্ত্ত দক্ষিণ ভারতের অধিকাংশ রাজ্যে এখনও সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি গেরুয়া শিবির৷ এবার জোট রাজনীতিতেও ধাক্কা খেল বিজেপি৷ তামিলনাড়ুতে বিজেপির দীর্ঘদিনের ‘বন্ধু’ হিসেবে পরিচিত এআইএডিএমকে সাফ জানিয়ে দিল, তারা বিজেপির সঙ্গে আর জোট করবে না৷ সম্পর্কে তিক্ততার কেন্দ্রবিন্দু তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই৷

দক্ষিণের ‘বন্ধু’র এই জোট ত্যাগ যে লোকসভার ফলাফলে বিপদে ফেলতে পারে আসলে তা ভালোভাবেই জানে বিজেরি কেন্দ্রীয় কমিটি৷ লোকসভায় জোট শরিকদের সঙ্গে নিয়ে ৪০০ আসন পেরোনোর লক্ষ্যমাত্রা তখন অধরাও থেকে যেতে পার গেরুয়া শিবিরের কাছে৷ আর লক্ষ্যে পৌঁছতে হল তামিলনাড়ুর ৩৯ আসনে ভালো ফল করতেই হবে৷ কারণ উত্তর এবং পশ্চিম ভারতের অধিকাংশ রাজ্যেই বিজেপি ২০১৯-এ প্রায় ৯০ শতাংশ আসন জিতেছিল৷ ফলে সেখানে আসন বাড়ার বিশেষ অবকাশ নেই৷ যেটুকু আসন বাড়ানোর সেটা বাড়াতে হবে দক্ষিণ ভারতেই৷
এআইএডিএমকে সাফ না বলার পাশাপাশি বিজেপির সঙ্গে জোট সম্ভাবনায় ইতি টেনেছে জয়ললিতার দল৷ তবে বিজেপি অবশ্য বলছে, বিকল্প পরিকল্পনা প্রস্তুত করে রেখেছে তাঁরা৷ তামিলনাড়ুর অন্য ছোট দলগুলির সঙ্গে জোট করে এনডিএ হিসাবেই সে রাজ্যে লড়বে তাঁরা৷ আর তাতে ভালো ফলও করবে৷

গত বছর সেপ্টেম্বর মাসে বিজেপির সঙ্গ ছাড়ে এআইএডিএমকে৷ আসলে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী সিএন আন্নাদুরাই সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন রাজ্যের বিজেপি সভাপতি কে আন্নামালাই৷ আবার এআইএডিএমকের আইকন জয়ললিতা সম্পর্কেও কুকথা বলেন তিনি৷ আবার আন্নামালাইয়ের নেতৃত্বে গত কয়েক মাসে বহু এডিএমকে নেতা যোগ দিয়েছেন বিজেপিতে৷ সব মিলিয়ে গত কয়েক মাসে তলানিতে দুই দলের সম্পর্ক৷ কিন্ত্ত বিজেপি এখন চাইছে তলানিতে চলে যাওয়া সেই সম্পর্ক শুধরে নিতে৷

তামিলনাড়ুতে এমনিতে বিজেপির বিশেষ শক্তি নেই৷ এআইএডিমকের সঙ্গে জোট বেঁধে গত লোকসভায় লড়ে গেরুয়া শিবির৷ এবারও সেই জোট পুনরুদ্ধার করতে চাইছে৷ সেই লক্ষ্যে সপ্তাহ দুয়েক আগে থেকে এডিএমকের সঙ্গে ফের আলোচনা শুরু করেছে বিজেপি৷ কিন্ত্ত এআইএডিএমকে নেতা পালানীস্বামী  সাফ জানিয়ে দিয়েছেন, “আমরা গত বছরের সেপ্টেম্বরে বিজেপির সাথে সম্পর্ক ছিন্ন করেছি৷ তার পর থেকে, অনেকে গুজব ছড়াচ্ছে যে আমরা পরোক্ষ ভাবে বিজেপির সঙ্গে জোটে আছি৷ তাই আমরা আমাদের অবস্থান পরিষ্কার করে জানাচ্ছি, এনডিএতে ফেরার কোনও প্রশ্ন নেই৷”