• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাজ্য কবিয়াল মেলা শুরু বর্ধমানের কাটোয়ায়

এই কর্মশালায় পূর্ব বর্ধমান সহ বীরভূম ও মুর্শিদাবাদ জেলার সর্বমোট ১০০ জন কবিগানের লোকশিল্পী অংশগ্রহণ করেছেন।

বর্ধমানে কবিয়াল মেলার উদ্বোধনী অনুষ্ঠান। নিজস্ব চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উদ্যোগে , পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় কাটোয়া মহকুমা গ্রন্থাগারে মঙ্গলবার শুরু হলো রাজ্য কবিয়াল মেলা এবং কর্মশালা। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। তিন দিনের এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, মহকুমা শাসক অহিংসা জৈন, কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার ও মাম্পি রুদ্র। এই কর্মশালায় পূর্ব বর্ধমান সহ বীরভূম ও মুর্শিদাবাদ জেলার সর্বমোট ১০০ জন কবিগানের লোকশিল্পী অংশগ্রহণ করেছেন।

শিল্পীদের মানোন্নয়নে এই বিশেষ কর্মশালা বলে জানান পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মণ্ডল। তিনি বলেন, ‘এই কর্মশালা আয়োজনের মাধ্যমে যে সমস্ত সরকারি ব্যবস্থা করা হয়েছে, তাতে জেলাগুলোর শিল্পীরা খুব উপকৃত হবেন।’ যেসমস্ত শিল্পীরা দূর থেকে আসছেন, তাঁদের জন্যে রাতে থাকার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Advertisement

Advertisement

Advertisement