• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বলিউড এর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অর্জুন কাপুর 

মুম্বাই ১৭ আগস্ট :  বিগত কয়েকটি বিগ বাজেট ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় এমনটাই মনে করছে সিনেমা বিশেষজ্ঞরা। বলিউডে  যেন একেবারে শনির দশা চলছে! একের পর এক ছবি ফ্লপ। কিন্তু হঠাৎ কেন এমন পরিস্থিতির সৃষ্টি হলো? সেই নিয়ে খোলাখুলি কথা বললেন অর্জুন কাপুর । সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন বলেন, ‘আমরা এই বিষয়টা নিয়ে এতদিন ধরে চুপ

অর্জুন কাপুর (Photo: Instagram/@arjunkapoor)

মুম্বাই ১৭ আগস্ট :  বিগত কয়েকটি বিগ বাজেট ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় এমনটাই মনে করছে সিনেমা বিশেষজ্ঞরা। বলিউডে  যেন একেবারে শনির দশা চলছে! একের পর এক ছবি ফ্লপ। কিন্তু হঠাৎ কেন এমন পরিস্থিতির সৃষ্টি হলো? সেই নিয়ে খোলাখুলি কথা বললেন অর্জুন কাপুর ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন বলেন, ‘আমরা এই বিষয়টা নিয়ে এতদিন ধরে চুপ থেকেই বড় ভুল করেছি। দর্শকদের সঙ্গে ভদ্রতা দেখিয়ে ওঁদের সমস্ত বিদ্রুপ, কটূক্তি সহ্য করে গিয়েছি। এখন সবাই সেই ভদ্রতার ফায়দা লুটছে। এবার আমাদের সবাইকে মিলে কিছু একটা করতে হবে, কারণ আমাদের নিয়ে যা সব হ্যাশট্যাগ ট্রেন্ড করা হয়, তা একেবারেই সত্যি নয়। এবার আমাদের কঠোর হতে হবে।

Advertisement

উল্লেখ্য, আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি শুরু থেকেই বয়কটের ডাক দিয়েছিলেন নেটিজেনদের একাংশ। এরপর আমিরের পাশে দাঁড়ানোয় হৃতিক রোশনের আসন্ন ছবি ‘বিক্রম বেদা’ও বয়কটের করার রব শোনা যাচ্ছে নেটমাধ্যমে। এই তালিকায় রয়েছে রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’। সূত্রের খবর, রণবীরের আগামী ছবিতে হিন্দু ধর্মের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

Advertisement

Advertisement