৩৭০ বিলোপের সমালোচনা, পাকিস্তানের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, কোনও রাষ্ট্রীয় অপরাধ নয়

Written by SNS March 8, 2024 4:12 pm

দিল্লি, ৮ মার্চ: সুপ্রিম কোর্ট আজ একটি মামলার শুনানিতে স্পষ্ট করে দিয়েছে, ‘আর্টিকেল ১৯(১)(এ) সকল নাগরিককে মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছে। রাষ্ট্রের কোনও সিদ্ধান্তে কেউ অখুশি হলে তাঁর সেই বিষয়ে বলার সম্পূর্ণ অধিকার রয়েছে।’ এছাড়াও পাকিস্তানের জনগণকে সেই দেশের স্বাধীনতায় শুভেচ্ছা জানানো নিছক সৌজন্য। এটাকে বিদ্বেষ, শত্রুতা কিংবা ঘৃণা ছড়ানো বলা যায় না। ভারতের কোনও নাগরিক রাষ্ট্রের কোনও সিদ্ধান্তের সমালোচনা করতেই পারেন। ভারতের সংবিধান তাঁকে স্বাধীন মত প্রকাশের সেই অধিকার দিয়েছে। আজ শুক্রবার একটি বিশেষ মামলায় এই রায় দিল সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি অভিযোগ, হোয়াটস অ্যাপে ৩৭০ ধারা বিলোপের প্রতিবাদ জানিয়ে ও পাকিস্তানের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন একজন অধ্যাপক। মহারাষ্ট্রের ওই অধ্যাপকের নাম জাভেদ আহমেদ হাজাম। ওই অধ্যাপকের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে এফআইআর রুজু করেছিল। বিষয়টি বম্বে হাইকোর্টের রায় নিজের বিপক্ষে যায়। তখন তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জাভেদ আহমেদ হাজামের পক্ষে রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে,‘আর্টিকেল ১৯(১)(এ) সকল নাগরিককে মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছে। রাষ্ট্রের কোনও সিদ্ধান্তে কেউ অখুশি হলে তাঁর সেই বিষয়ে বলার সম্পূর্ণ অধিকার রয়েছে।’ এছাড়াও পাকিস্তানের স্বাধীনতায় সেই দেশের জনগণকে শুভেচ্ছা জানানোকেও বিদ্বেষ, শত্রুতা কিংবা ঘৃণা ছড়ানো বলা যায় না। এটি নেহাতই সৌজন্য।