• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাজ্যে দৈনিক আক্রান্তের চেয়ে এবার কোভিড জয়ীর সংখ্যা বেশি

মৃত্যুর সংখ্যা কোনওভাবেই কমানাে যাচ্ছে না।গত কয়েকদিনে রাজ্যে সুস্থতার হার বাড়লেও মারণ ভাইরাস বেড়ে চলেছে রাজ্যবাসীর প্রাণ। ঠেকানাে যাচ্ছে না মৃত্যু মিছিল।

প্রতীকী ছবি (File Photo: iStock)

মৃত্যুর সংখ্যা কোনওভাবেই কমানাে যাচ্ছে না। গত কয়েকদিনে রাজ্যে সুস্থতার হার বাড়লেও মারণ ভাইরাস বেড়ে চলেছে রাজ্যবাসীর প্রাণ। ঠেকানাে যাচ্ছে না মৃত্যু মিছিল। রবিবারে মতাে সােমবারও করােনায় মৃত্যু হয়েছে ১৪৭ জনের।

তবে ২৪ ঘন্টায় বাংলায় সংক্রমিতের সংখ্যা সামান্য কম। রবিবারের তুলনায় কিছুটা কম হয়েছে করােনার স্যাম্পেল টেস্ট। রাজ্যের স্বাস্থ্য যে বুলেটিন এদিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় করােনায় কবলে পড়েছেন ১৯,০০৩ জন।

Advertisement

কলকাতায় একদিনে আক্রান্ত ৩৮৯৯ জন। সংক্রমণের নিরিখে সবার শীর্ষে উত্তর ২৪ পরগনা। এখানে ৪২ ২০ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনের সংমিতের সংখ্যা ১২৬৯।

Advertisement

একদিনে ভাইরাসের বলি হয়েছেন ১৪৭ জন। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩৭ জনের। কলকাতাতেও মৃত্যু হয়েছে ৩৭ করােনা আক্রান্ত রােগীর।

Advertisement