• facebook
  • twitter
Friday, 5 December, 2025

তৃতীয় ঢেউয়ের মধ্যেই সর্বনিম্ন কেস দেশে

করােনার থাবায় ৪ লক্ষ ৩৬ হাজার মত ব্যক্তি মারা গেছেন। করােনার তৃতীয় ঢেউ নিয়ে বিশেষজ্ঞদের হুঁশিয়ারি আগামী অক্টোবর মাসে করােনার বাড়বাড়ন্ত ঘটবে বেশি।

প্রতীকী ছবি (Photo by SAJJAD HUSSAIN / AFP)

মারণ ভাইরাস করােনার থাবায় ৪ লক্ষ ৩৬ হাজার মত ব্যক্তি মারা গেছেন। করােনার তৃতীয় ঢেউ নিয়ে বিশেষজ্ঞদের হুঁশিয়ারি আগামী অক্টোবর মাসে করােনার বাড়বাড়ন্ত ঘটবে বেশি। ঠিক এইরকম পরিস্থিতিতে তৃতীয় ঢেউয়ের মধ্যে সর্বনিম্ন কেস দেখা গেল দেশে।

যা রীতিমতাে নজিরবিহীন গত মার্চ মাস থেকে এখনও অবধি এইহার সর্বনিম্ন বলা যায় শতকরা ১ % এর নিচে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে- গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।

Advertisement

যা শতকরা বিচারে ১৯৪-এর কম। গত একদিনে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৪৮৬ জন সারা দেশে করােনা রােগী রয়েছে ৩ লক্ষ ১২ হাজার মত। ইতিমধ্যেই দেশে ৫৮ কোটি ৮৯ লক্ষ ৯৭ হাজার ৮-০৫ জন ভ্যাক্সিন নিয়েছেন।

Advertisement

পশ্চিমবাংলায় আবার ১ কোটি মানুষ করােনার দুটি ভ্যাক্সিন নিয়েছেন। যা স্বাস্থ্যকর্মীদের লাগাদার সাফল্যের ফল।

Advertisement