• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ভাষাদিবসে একতার বার্তা দিলেন মমতা

অলচিকি, রাজবংশী, কামতাপুরী, গোরখা, হিন্দি, উর্দু, কুরমালি সহ অনেক ভাষা এই তালিকায় রয়েছে। সব ভাষার মানুষকেই এ দিনের মঞ্চ থেকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।

নিজস্ব চিত্র

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশপ্রিয় পার্কে এক অনুষ্ঠানে বাংলা ভাষার হাজার বছরের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষা ও বাঙালির জাতিসত্তার অস্মিতার কথা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে গাওয়া হয় রাজ্যসঙ্গীত ‘বাংলার মাটি বাংলার জল’। রবীন্দ্রনাথ রচিত এই গানটির প্রথম কয়েকটি পঙ্‌ক্তিকে রাজ্যসঙ্গীত হিসেবে প্রচলন করেছে রাজ্য সরকার।

অনুষ্ঠান মঞ্চে প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বারের এই দিনটিকে প্রতুল মুখোপাধ্যায়কে উৎসর্গ করেছেন তিনি। শুক্রবার দেশপ্রিয় পার্কের ‘অমর একুশে’র মঞ্চে সম্প্রতি-প্রয়াত এই সঙ্গীতশিল্পীর ছবি রেখে তাঁকে স্মরণ করা হয়েছে। মঞ্চে উপস্থিত ছিলেন প্রতুল মুখোপাধ্যায়ের স্ত্রী। অনুষ্ঠানে গাওয়া হয়েছে প্রতুল মুখোপাধ্যায়ের ‘বাংলায় গান গাই’ গানটি। এদিন ল্যান্সডাউন প্লেস রাস্তার নাম ‘প্রতুল মুখোপাধ্যায় সরণি’ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশে অশান্তির আবহে ‘শান্তি’ কবিতা পাঠ করে মমতা শান্তির বার্তা দিয়েছেন। তিনি বলেন, সকলে মিলে একসঙ্গে থাকতে হবে। এ বিষয়ে সম্প্রীতি ও মানবিকতার উপর জোর দেন তিনি। পড়শি দেশে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মমতার এই কবিতা পাঠ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement

প্রতি বছর দেশপ্রিয় পার্কে অমর একুশে শহিদ বেদিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর সেখানে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কবি জয় গোস্বামী, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তী, মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়, চিত্রপরিচালক গৌতম ঘোষ সহ বিশিষ্টজনেরা।

Advertisement

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মঞ্চ থেকে সব ভাষাকেই সম্মান দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর সরকার সব ভাষাকেই স্বীকৃতি দিয়েছে বলে দাবি করেন তিনি। অলচিকি, রাজবংশী, কামতাপুরী, গোরখা, হিন্দি, উর্দু, কুরমালি সহ অনেক ভাষা এই তালিকায় রয়েছে। সব ভাষার মানুষকেই এ দিনের মঞ্চ থেকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরেন। বাংলা ভাষার ধ্রুপদী স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ভূমিকার প্রশংসা করেন মমতা। তিনি জানান, সরকারের তরফে বিভিন্ন বই ও তথ্য দিয়ে প্রমাণ করা হয়েছে যে এই ভাষা হাজার বছরের পুরনো। কথার শেষে তাঁর উচ্চারিত ‘জয় বাংলা’ এদিন বিশেষ তাৎপর্যবহ হয়ে ওঠে।

Advertisement