Tag: laxman

বিশ্বকাপের আগেই বড় দায়িত্ব পেলেন লক্ষ্মণ।

ভারত:- বিশ্বকাপের আগেই বড় দায়িত্ব পেলেন লক্ষ্মণ। এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ দলের কোচ হলেন ভিভিএস লক্ষ্মণ। গত বছর আয়ারল্যান্ড সফরে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন টি-টোয়েন্টি দলের কোচ করা হয়েছিল ভিভিএসকে। এবার এশিয়াডের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে কোচের দায়িত্ব নিতে চলেছেন লক্ষ্মণ। সূত্রের খবর, মূলত এনসিএ-র কোচ এবং স্টাপোর্ট স্টাফদেরই এশিয়াডে নিয়োগ করেছে বিসিসিআই। চিনে অনুষ্ঠিত হতে চলা… ...