Tag: Historical thinking

তর্কপ্রিয় রবীন্দ্রনাথের রাষ্ট্র ও ইতিহাস চেতনা

শোভনলাল চক্রবর্তী উনিশ শতকীয় রেনেসাঁর প্রধান পুরুষদের একটি সুলক্ষণ রবীন্দ্রনাথের মধ্যেও যথেষ্ট পরিমাণে ছিল৷ সেটি হলো – তর্কপ্রিয়তা, স্বীয়তত্ত্ব ও বক্তব্য প্রমাণে জোরালো পলেমিকসের আশ্রয় নেওয়া, এককথায় সমাজ সংস্কার জাতীয় বিষয়ে বাকবিতণ্ডা ও প্রয়োজনে তত্ত্বগত কাজিয়ায় নেমে পড়া খুব বেশি দ্বিধা-দ্বন্দ্ব না করেই৷ রামমোহন, বিদ্যাসাগর থেকে শুরু করে বঙ্কিম, ভূদেব – সবার জন্যই এটা প্রযোজ্য৷… ...