Tag: chandrajan 2

চাঁদের মাটিতে পা দিয়ে অসাধ্য সাধন করতে চাইছে ইসরো।

ভারত:- ভারতের লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরুকে স্পর্শ করা। একমাত্র নাসা দক্ষিণ মেরুর সবথেকে কাছে গিয়েছিল। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সেই অসাধ্য সাধন করে ইতিহাসে নাম লেখাতে চাইছে। চাঁদের দক্ষিণ মেরুর সবথেকে কাছে অবতরণ করেছিল নাসার সার্ভেয়ার-৭। নাসা ১৯৬৮ সালে চাঁদের দক্ষিণ মেরুর থেকে খানিক দূরে ৪০ ডিগ্রি দ্রাঘিমাংশের কাছে অবতরণ করেছিল। এছাড়া আর কোনও… ...