Tag: Baruni

বাঁকুড়ার বারুণী

বারুণী তিথি হল দোল পূর্ণিমার পর কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথি৷ বারুণী তিথি স্নানের জন্য বিখ্যাত৷ বারুণী তিথি যদি শনিবার পড়লে, তাকে ‘মহাবারুণী’ বলে৷ আগামী শনিবার বারুণী, তাই এবারের বারুণী মহাবারুণী৷ বাঁকুড়া জেলার কয়েকটি বারুণী মেলার হদিস দিয়েছেন সুখেন্দু হীরা৷ ‘বারুণী’ শব্দের আভিধানিক অর্থ বরুণ সম্বন্ধীয়৷ বরুণ জলের দেবতা৷ আবার বরুণের শক্তি অর্থাৎ স্ত্রী হলেন বারুণী৷… ...