Tag: attack house

শাহের সফরের আগেই ফের অশান্ত মণিপুর, কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে বাড়িতে হামলার চেষ্টা

দিসপুর, ২৭ মে– কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী সোমবার মণিপুরে যাবেন। শাহের সফরের সময় পরিস্থিতির অবনতি আটকাতে মণিপুরের অশান্ত এলাকায় ফের সেনা ও আধা সেনা মোতায়েন করা হচ্ছে। বিশেষ করে যে সব জায়গায় প্রথম দফায় বড় আকারে গোলমাল হয়েছিল। ৩ মে’ থেকে পরবর্তী দিন সাতেকের হিংসায় ৭৫ জন খুন হন। নতুন করে হামলায় খুন হয়েছেন… ...