Tag: alta

আদি থেকে আলতার ইতিহাস

বর্তমানে আমরা সকলেই রঙ্গিন প্রসাধনী ব্যবহার করে। মাথার সিঁদুর, চোখের কাজল,ঠোঁট জুড়ে নানা রঙের লিপস্টিক।  নখে পরি নানা রঙের নেইলপলিশ। পায়ে পরি আলতা। আলতার ব্যবহার বাংলাদেশ এবং ভারত দুই জায়গাতেই আছে। লাক্ষা থেকে তৈরি হতো আলতা প্রাচীনকালে প্রসাধনীর উপকরণ এখনকার মতো কৃত্রিম হত না। তখন উপকরণ ছিল সামান্য এবং তা প্রকৃতি থেকেই নেওয়া হত। সেই সময়… ...