Tag: 42 crore

কংগ্রেস নেতার আত্মীয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার ৪২ কোটি, সরব বিজেপি

বেঙ্গালুরু, ১৪ অক্টোবর– কর্ণাটকের এক কংগ্রেস নেতার আত্মীয়ের বাডি় থেকে উদ্ধার হল ৪২ কোটি নগদ৷ শুক্রবার বেঙ্গালুরুতে আরটি নগরের আত্মনন্দ কলোনিতে কংগ্রেস নেতার আত্মীয়র বাডি়তে হানা দেয়ে আয়কর দফতরের আধিকারিকরা৷ সেখান থেকেই এই টাকা উদ্ধার করা হয়৷ তবে ওই ব্যবসায়ী যেহেতু ওই ব্যবসায়ী কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর অখণ্ড শ্রীনিবাস মূর্তির আত্মীয় তাই এই নিয়ে মাঠে নেমে পড়েছে বিজেপি৷ এই… ...