Tag: 20 death

পাকিস্তানের পাঞ্জাবে জীবন্ত পুড়ে ছাই ২০ জন

পাঞ্জাব, ১৬ আগস্ট– পাকিস্তানের পাঞ্জাবপ্রভিন্সে যাত্রীবাহী বাস এবং তেলের ট্যাঙ্কারের সংঘর্ষে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ২০ জনের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে লাহোর থেকে ৩৫০ কিলোমিটার দূরে মুলতানে। বাসটির অতি দ্রুত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, বাসটি করাচি থেকে লাহোর যাচ্ছিল। উদ্ধারকারী দলের এক সদস্য জানিয়েছেন, সংঘর্ষের পর বাস এবং তেলের… ...