Tag: মনীষা মুরলী নায়ার

মনোজ মুরলী নায়ারের উদ্যোগে বসন্ত উৎসব এবং বসন্ত মেলা

বাংলার প্ররকৃতির রঙ্গমঞ্চে সর্বশেষে এসে বসন্ত তার পলাশে-শিমূলে আশোকে-কিংশুকে নল আকাশে কোলে জাগিয়ে তোলে রঙের হিল্লোল। প্রকৃতির এই রঙের খেলায় সামিল হতেই অতীতে এককালে বৃন্দাবনে দোল উৎসবে মেতে উঠেছিলেন নন্দের দুলাল। বৈষ্ণব ভাবে ভাবিত রবি ঠাকুরও আকাশে-বাতাসে ছড়িয়ে থাকা রঙের নেশায় মাতোয়ারা হতেই ১৯২৫ সালে তাঁর শান্তিনিকেতনে দোল তথা উৎসব-এর প্রচলন করেন। ধর্ম-বর্ণ, জাতি-দেশ নির্বিশেষে… ...