আট সপ্তাহ নির্বাসিত জেরেভ, থাকতে হবে কড়া নজরে

আট সপ্তাহ নির্বাসিত টেনিস খেলোয়াড়জেরেভ। চেয়ার আম্পায়রের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে কড়া শাস্তির মুখে আলেকজান্ডার জারেভ।

Written by SNS Dubai | March 9, 2022 8:13 pm

আট সপ্তাহ নির্বাসিত জেরেভ (Photo: SNS)

আট সপ্তাহ নির্বাসিত টেনিস খেলোয়াড়জেরেভ। চেয়ার আম্পায়রের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে কড়া শাস্তির মুখে আলেকজান্ডার জারেভ।

তাঁকে আট সপ্তাহ নির্বাসিত করা হয়েছে এবং এক বছরের জন্য কড়া সতর্ক বার্তা দেওয়া হয়েছে তাঁকে এবং কড়া নদরদারিতে থাকতে হবে।

এই সময়ের মধ্যে আবার এমন কিছু ঘটনা ঘটালে টেনিস কোর্টে তাঁকে আরও বড় কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে এই টেনিস খেলোয়াড়কে।

মেক্সিকোর আকাপুলকোয় আয়োজিত মেক্সিতো ওপেনের ডাবলস ম্যাচ হারার পর বিরক্ত, ক্ষুব্ধ জেরেভ চিৎকার করতে করতে র‍্যাকেট দিয়ে বার বার আঘাত করেন আম্পায়রের চেয়ারে।

এই ঘটনার জন্য আগেই জার্মান তারকাকে চল্লিশ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়। সঙ্গে পুরস্কার মূল্য থেকেও কেটে নেওয়া হয় একত্রিশ হাজার মার্কিন ডলার। কেড়ে নেওয়া হয় ওই প্রতিযোগিতায় জেরেভের অর্জিত সমস্ত সিঙ্গলস এবং ডাবলসের পয়েন্ট।