• facebook
  • twitter
Friday, 12 December, 2025

কলকাতার শীতকালীন ঘোড়দৌড়

ঘোড়াদের মধ্যে একটা বিরল প্রজাতির রোগ ‘গ্ল্যান্ডারস’ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ার জন্য কলকাতা, দিল্লি এবং মুম্বই ছাড়া সমস্ত ঘোড়দৌড় বন্ধ আছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

শিবনাথ দাস

শনিবার ঘোড়দৌড়ের প্রধান বাজি প্রায় ১৭ লক্ষ টাকার ‘বিএম খৈতান মেমোরিয়াল ক্যালকাটা গোল্ড কাপ’। প্রথম শ্রেণির সাতটি প্রতযোগী অংশগ্রহণ করছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে ট্রাকিলা এবং দুবাই প্রিন্সের সঙ্গে। গোল্ডেন কিংডম ঘোড়াটি আপসেট করতে পারে।

Advertisement

ঘোড়াদের মধ্যে একটা বিরল প্রজাতির রোগ ‘গ্ল্যান্ডারস’ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ার জন্য কলকাতা, দিল্লি এবং মুম্বই ছাড়া সমস্ত ঘোড়দৌড় বন্ধ আছে। ২০২৫ সালে চালু হবে কিনা সন্দেহ আছে। মতামত: প্রথম বাজি— ১২.৩০ মি., সতিভুর ১, গুড ডিডস ২, থার্ড এভিনিউ ৩। দ্বিতীয় বাজি— ১.০০টা, কসমোলোজি ১, আর্জেন্টিনো ২। তৃতীয় বাজি— ১.৩০ মি., মোস্ট অ্যান্ড মোর ১, সিটি অফ জয় ২, জিন লতিফ ৩। চতুর্থ বাজি— ২.০০টা, ক্যাশ ইওর লাক ১, লাইট দ্য ওয়ার্ল্ড ২, গ্লিমার ৩। পঞ্চম বাজি— ২.৩০ মি., জুরি ১, ডিভাইন আর্ট ২, এয়ারোপলি ৩। ষষ্ঠ বাজি— ৩.০০টা, ট্রাকিলা ১, দুবাই প্রিন্সেস ২, গোল্ডেন কিংডম ৩। সপ্তম বাজি— ৩.৩০ মি., অভিচন্দ্র ১, ভিক্টোরিয়া ক্রস ২, ড্রাগন্স গোল্ড ৩।অষ্টম বাজি— ৪.০০টা, রেসপ্লেনডেন্স ১, মি. অ্যারিয়ন ২, অ্যামালফিতানা ৩।

Advertisement

দিনের সেরা— রেসপ্লেনডেন্স

Advertisement