• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ভাগ্যের সহায়তায় উইম্বলডনের শেষ আটে শীর্ষ বাছাই সিনার

ঘাসের কোর্টে তৃতীয় সেটের ম্যাচ চলাকালীন হঠাৎই বুকের পেশিতে চোট লাগে দিমিত্রভের। সেইসময় প্রচন্ড ব্যথা শুরু হওয়ায় সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান বুলগেরিয়ার এই খেলোয়াড়।

সোমবার প্রি-কোয়ার্টার ফাইনালের শুরুতে আচমকাই পর পর দুটি সেট হেরে যান শীর্ষ বাছাই ইয়ানিক সিনার। যখন সবাই প্রায় ধরেই নিয়েছে চলতি উইম্বলডনে ফের একটা অঘটন ঘটতে চলেছে তখনই ভাগ্য দেবতার সহায়তায় অল ইংল্যান্ড এই টুর্নামেন্টের শেষ আটের ছাড়পত্র পেয়ে গেলেন তিনি। আসলে, চোটের জন্য ম্যাচ মাঝপথেই ছেড়ে দিতে বাধ্য হন সিনারের প্রতিপক্ষ গ্রিগর দিমিত্রভ। অবশ্য ম্যাচ ছাড়ার আগের মুহূর্ত পর্যন্ত ইতালিয়ান এই তারকাকে যথেষ্ট চাপে রেখেছিলেন নবম বাছাই দিমিত্রভ। প্রথম ৩-৬, ৫-৭ দু’টি সেটে সহজেই ম্যাচ জিতে নেন তিনি। এমনকি তিনি ম্যাচ ছাড়ার সময়ে তৃতীয় সেটের ফলাফল ছিল ২-২।

এদিন, যেভাবে ম্যাচের শুরুটা করেছিলেন দিমিত্রভ, সেখানে চোট বাধা হয়ে না দাঁড়ালে সহজেই উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে চলে যেতে পারতেন তিনি। তবে শুধু দিমিত্রভ একা নন, চোটে ভুগছেন সিনারও। ম্যাচ চলাকালীন দ্বিতীয় সেটের মাঝে কনুইয়ে ব্যথা শুরু হয় সিনারের। সেজন্য, মেডিক্যাল টাইমআউটও নেন তিনি। ফলে কোয়ার্টার ফাইনালে উঠলেও এখনও নিশ্চিন্ত নয় যে সেই ম্যাচটি তিনি আদৌ খেলবেন কি না। এদিকে, বুধবার সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে বেন শেল্টনের মুখোমুখি হবেন তিনি।

Advertisement

সোমবার ঘাসের কোর্টে তৃতীয় সেটের ম্যাচ চলাকালীন হঠাৎই বুকের পেশিতে চোট লাগে দিমিত্রভের। সেইসময় প্রচন্ড ব্যথা শুরু হওয়ায় সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান বুলগেরিয়ার এই খেলোয়াড়।

Advertisement

এহেন, তাৎক্ষণিক ঘটনায় ভয় পেয়ে যান সকলে। দ্রুত ফিজিও এসে তাঁকে কোর্টের বাইরে নিয়ে যান চিকিৎসার জন্য। এর মিনিট কয়েকের মধ্যেই চোখে জল নিয়ে বেরিয়ে এসে সিনারের সঙ্গে হাত মিলিয়ে তাঁকে ওয়াকওভার দেন দিমিত্রভ। এই প্রসঙ্গে বলা যায়, গ্র্যান্ড স্ল্যামে এই নিয়ে টানা পাঁচ বার শুধুমাত্র চোটের কারণে ওয়াকওভার দিতে হল তাঁকে। এদিকে শেষ আটের ছাড়পত্র পেলেও কোনোভাবেই জয় হিসেবে দেখতে রাজি নন সিনার। ম্যাচ শেষে তিনি জানালেন, আশা করি দ্রুত সেরে উঠবেন দিমিত্রভ। এই ধরনের ঘটনা টেনিস কোর্টে অনেক সময়ই দেখতে পাওয়া যায়।

Advertisement