ফের অঘটন চলতি উইম্বলডনে। চতুর্থ দিনে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন গত বছরের রানার্স আপ জেসমিন পাওলিনি। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অবাছাই কামিলা রাখিমোভার কাছে হেরে যান ইটালির এই তারকা শাটলার। এদিন, প্রথম সেটটি সহজেই জিতে নেন পাওলিনি। কিন্তু, তারপরেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটান রাখিমোভা। রাশিয়ান এই খেলোয়াড় পরের দুই সেট জিতে ম্যাচ জিতে নেন। ম্যাচের ফল ৪-৬, ৬-৪, ৬-৪। পাওলিনির বিদায়ের পর মহিলাদের সিঙ্গেলসে শীর্ষ বাছাই পাঁচ খেলোয়াড়ের মধ্যে একমাত্র বাকি রইলেন র্যা ঙ্কিংয়ের শীর্ষে থাকা এরিনা সাবালেঙ্কা। তবে, যেভাবে বাছাই খেলোয়াড়েরা একের পর এক বিদায় নিচ্ছেন তা নিঃসন্দেহে চিন্তায় রাখবে বেলারুশের এই তারকা খেলোয়াড়কে।
এই প্রসঙ্গে বলা যায়, ২০০১ সাল থেকে গ্র্যান্ড স্ল্যামে পুরুষ ও মহিলাদের ক্রমতালিকায় থাকা শীর্ষে থাকা ৩২ জন খেলোয়াড়কে বাছাই হিসেবে ধরা হয়। সেক্ষেত্রে, পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ৬৪ জন বাছাই খেলোয়াড় থাকেন। আর এবারের উইম্বলডনে তারমধ্যে এখনও অবধি ৩৬ জন বিদায় নিয়েছেন। তাও আবার প্রথম চার দিনেই। বাছাই খেলোয়াড়দের অধিকাংশই হেরে গিয়েছেন অনামী, অবাছাই খেলোয়াড়দের কাছে, যা নিঃসন্দেহে একটা গ্র্যান্ডস্ল্যামে রেকর্ড। এর আগে ২০২০ সালে ফরাসি ওপেনে প্রথম দুই রাউন্ডের পর ৩৫ জন বাছাই খেলোয়াড় বিদায় নিয়েছিলেন। কিন্তু, তাকেও ছাপিয়ে গিয়েছে এ বারের উইম্বলডন।
Advertisement
Advertisement
Advertisement



