• facebook
  • twitter
Monday, 2 December, 2024

পিএসজিকে বিদায় জানাবেন লিওনেল মেসি, শনিবারই কি খেলবেন শেষ ম্যাচ?

প্যারিস:- লিওনেল মেসি পিএসজি ছাড়ছেন। শনিবারই প্যারিসের এই ক্লাবের হয়ে তিনি শেষবার মাঠে নামবেন। দলের হেড কোচ ক্রিস্টোফে গাল্টিয়ের আজই এ কথা জানিয়েছেন। ক্লেরমন্টের বিরুদ্ধে ম্যাচ খেলেই পিএসজিকে বিদায় জানাবেন। বেশ কয়েক মাস ধরেই মেসির পিএসজি ছাড়া নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে। সম্প্রতি তিনি সৌদি আরবে বেড়াতে যাওয়ায় রুষ্ট হন পিএসজি কর্তারা। তখন থেকেই বিচ্ছেদের বিষয়টি

প্যারিস:- লিওনেল মেসি পিএসজি ছাড়ছেন। শনিবারই প্যারিসের এই ক্লাবের হয়ে তিনি শেষবার মাঠে নামবেন। দলের হেড কোচ ক্রিস্টোফে গাল্টিয়ের আজই এ কথা জানিয়েছেন। ক্লেরমন্টের বিরুদ্ধে ম্যাচ খেলেই পিএসজিকে বিদায় জানাবেন। বেশ কয়েক মাস ধরেই মেসির পিএসজি ছাড়া নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে। সম্প্রতি তিনি সৌদি আরবে বেড়াতে যাওয়ায় রুষ্ট হন পিএসজি কর্তারা। তখন থেকেই বিচ্ছেদের বিষয়টি জোরালো হতে থাকে। সৌদি আরবের ক্লাব থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী মেসির।

সূত্রের খবর, গাল্টিয়ের বলেছেন, ফুটবলের ইতিহাসে সেরা ফুটবলারকে কোচিং করানোর সুযোগ পেয়েছি। তবে ক্লেরমন্টের বিরুদ্ধে শনিবারই শেষ ম্যাচ খেলবেন মেসি। প্রসঙ্গত, পিএসজি-তে দুই মরশুম কাটিয়ে এখনও অবধি ৩২টি গোল করেছেন মেসি। কিন্তু তাঁকে ঘিরে ক্লাব সমর্থকদের যে প্রত্যাশা ছিল, তা পূরণ করতে পারেননি বলে অভিযোগ।চলতি মাসেই মেসির সঙ্গে পিএসজির চুক্তি শেষ হওয়ার কথা ছিল। মেসি পরবর্তী গন্তব্য ঠিক করতেই তাড়াহুড়ো করছেন বলেই সূত্রের খবর।

চলতি লিগ ওয়ানে মেসি ১৬টি গোল করেছেন, অ্যাসিস্ট ১৬টি। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর মেসির গন্তব্যও হতে পারে সৌদি আরব। দল ও ক্লাবের কর্তাদের অন্ধকারে রেখে মেসি সম্প্রতি সপরিবারে সৌদি আরবে গিয়ে ক্লাবে সাসপেনশনের মুখেও পড়েন।
জানা যাচ্ছে, মেসিকে পেতে বছরে ৫০০ মিলিয়ন ইউরোর লোভনীয় প্রস্তাব দিয়েছে আল হিলাল। যদিও ১৫ জুনের মধ্যে চুক্তি করার শর্তও দেওয়া হয়েছে। মেসি খোলা রাখছেন বার্সেলোনায় ফেরার দরজাও। যদিও স্পেনের সংবাদমাধ্যম সূত্রে খবর, মেসি যে দর হাঁকছেন তা দিতে পারবে না বার্সা।

বার্সা কর্তারা মেসিকে ফেরাতে চাইছেন। কিন্তু বাধা হচ্ছে ক্লাবের অর্থনৈতিক প্রতিবন্ধকতা। তবে মেসিকে যে পরিমাণ অর্থ বার্সা দিতে পারবে তার চেয়ে কয়েকগুণ বেশি অর্থ দিতে প্রস্তুত আল হিলাল। মেসি এই পরিস্থিতিতে বার্সেলোনাকে দিন দশেক সময় দিয়েছেন বলেই খবর। নাহলে তিনি পা রাখবেন সৌদি আরবেই। মেসি পিএসজির ২০২৩-২৪ মরশুমের জার্সি প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন। তাতে জল্পনা ছিল তিনি পিএসজিতে থেকে যেতে পারেন। কিন্তু গাল্টিয়ের আজ গোটা পরিস্থিতি স্পষ্ট করে দিলেন। মেসি নিজে এখনও কিছু বলেননি। সমর্থকরা তাকিয়ে তাঁর বড় ঘোষণার দিকে।