তাহলে কি শেষ হয়ে যেতে চলেছে ক্রিশ্চিয়ান এরিকসেনের ফুটবল কেরিয়ার? হৃদরােগ বিশেষজ্ঞরা তবে এমনটাই মনে করছেন। এরিকসেন আর হয়তাে ফুটবল আসরে ফিরে আসতে পারবেন। হৃদরােগে আক্রান্ত হয়ে থাকলে ইটালিতে ইন্টার মিলানের হয়ে আর খেলার সম্ভাবনা নেই তার।
তবে এরিকসেনের এর আগে কখনাে হৃদরােগের সমস্যা দেখা যায়নি। খেলা চলাকালীন তিনি মাঠের মধ্যে পড়ে যান। মাঠেই দশ মিনিট তার চিকিৎসা করার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Advertisement
জ্ঞান ফিরলেও তবে ঠিক কি কারণে তিনি পড়ে গিয়েছিলেন সেটা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে রােগের কোনও সমস্যার কারণেই এমন ঘটনা ঘটেছিল।
Advertisement
Advertisement



