ইংলিশ প্রিমিয়র লিগের প্রথম থেকেই খেলা শেষ করতে চায় ওয়েস্ট হ্যাম। চেলসি, টটেনহ্যাম ও লিভারপুলের মতন বড় দলগুলােকে পেছনে ফেলে ওয়েস্টহ্যাম আপাতত প্রথম চারটি স্থানের মধ্যে নিজেদের অবস্থান টিকিয়ে রেখেছে।
ইংলিশ প্রিমিয়র লিগে রাউন্ড রনি লিগের খেলায় টান টান উত্তেজনার মধ্যে উলভসকে (২৩) গােলে পরাজিত করে পুরাে পয়েন্ট সংগ্রহ করে ৫২ পয়েন্ট সংগ্রহ করে ওয়েস্টহ্যাম এখন চতুর্থস্থানে রয়েছেন।
Advertisement
পাঁচ গােলের থ্রিলারের এই ম্যাচে গােলের বন্যা শুরু হয় ছয় মিনিটে, শুরু করে ওয়েস্টহামের লিংগার্ড এবং ৬৮ মিনিটে শেষ করে উলভসের ফ্যাবিও সিলভা। তবে সিলভা এই গােল করেও উলভসকে খেলায় জয় কেন সমতাও ফিরিয়ে এনে দিতে পার্নেনি।
Advertisement
Advertisement



