অস্ট্রেলিয়া সফর শুরুর আগেই ফের শিরোনামে বিরাট কোহলি। প্রায় ৭ মাস পর দেশের জার্সিতে মাঠে নামবেন ওয়ানডে ক্রিকেটে ১৪,১৮১ রানের মালিক। ইতিমধ্যেই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অজিভুমে পা রেখেছেন গিল, রোহিত, কোহলিরা। নির্ধারিত সময়ের বেশ কয়েকঘণ্টা পরেই অস্ট্রেলিয়ায় অবতরণ করেন কোহলিরা। তবে সফরের একদিন গোড়া থেকেই, তাঁর একটি পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে ক্রিকেট দুনিয়ায়। কেউ বা বলছেন তিনি ২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন অথবা অবসরের। কিন্তু, রাজা যে কী ভাবছেন, তা তো রাজাই জানেন।
রবিবার পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। কোহলি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন , ‘তুমি তখনই হেরে যাবে, যখন তুমি হাল ছেড়ে দেবে।’ এর আগে একাধিকবার নিজের ফর্ম প্রমাণ করেছেন বিরাট কোহলি। এমনকি বিরাটের ঘনিষ্ঠ বন্ধু তথা আরসিবি সতীর্থ দীনেশ কার্তিক জানিয়েছিলেন, ২০২৭ সালের বিশ্বকাপ তিনি মন থেকে প্রবলভাবে খেলতে চান। লন্ডনে থাকাকালীন নাকি নিয়মিত অনুশীলনও করতেন কোহলি। ১৯ অক্টোবর প্রথম ম্যাচের পর ২৩ ও ২৫ অক্টোবর বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে অ্যাডিলেড এবং সিডনিতে।
Advertisement
২০২৭ সালে বিরাট-রোহিত বিশ্বকাপ খেলবেন কিনা সেতো পরের কথা, রো-কো জুটির প্রত্যাবর্তন যে দলকে বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করছেন কোচ গৌতম গম্ভীর। এদিকে একদিনের ক্রিকেটের অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াতেই আত্মপ্রকাশ করবেন শুভমন গিল।
Advertisement
তবে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের পাখির চোখ অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজ। এই ম্যাচগুলিতে অবশ্যই লক্ষ্য থাকবে বিরাট এবং রোহিতের ফর্মের উপর। ইতিমধ্যেই বিশ্বজয়ের পর ইতিমধ্যেই অবসর নিয়েছেন আন্তর্জাতিক টি-20 থেকে, বিদায় নিয়েছেন লাল বলের ক্রিকেট থেকেও। তাই ক্রিকেট বিশ্ব তাঁকে যতটুকু পায় , তাই পরম পাওয়া।
Advertisement



