• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন ভন

বার বারই ভারতীয় দলকে খোঁচা দিয়ে এসেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। এবারে কিছুটা কাটা ঘায়ে নুনের ছিটে ছড়িয়ে দিলেন তিনি।

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন (File Photo: IANS)

বার বারই ভারতীয় দলকে খোঁচা দিয়ে এসেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। এবারে কিছুটা কাটা ঘায়ে নুনের ছিটে ছড়িয়ে দিলেন তিনি। প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরাজিত হতে হয়েছে বিরাটদের নিউজিল্যান্ডের কাছে।

নিউজিল্যান্ডের কাছে ভারতের হারের পর ভন টুইট করেন। তিনি লেখেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিউজিল্যান্ড জিতবে এমনটা আগে থেকে বলে দেওয়ার জন্য ভারতের হাজার হাজার ক্রিকেট সমর্থকদের কাছে আমার ক্ষমা চাওয়া উচিত।

Advertisement

ভন এর আগেও তার টুইটের মধ্যে দিয়ে নানান বিতর্ক তৈরি করেছিলেন। কিন্তু তার কথা মিলে যাওয়ায় এবারে খোঁচা খেতে হল ভারতীয় সমর্থকদের। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজেও ভারত হারবে তার ভবিষ্যতবাণী করে রেখেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।

Advertisement

Advertisement