• facebook
  • twitter
Saturday, 13 December, 2025

ঝড়-বৃষ্টির আশঙ্কা, শীতের পথে কাঁটা সেই নিম্নচাপ

সপ্তাহন্তে ঝড়-বৃষ্টির সম্ভাবনা,পাশাপাশি রয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও।ফলে বঙ্গে কবে জাঁকিয়ে ঠান্ডা পড়বে,তা বলা আরও কঠিন হয়ে দাঁড়াল আবহাওয়া দপ্তরের কথা।

প্রতীকী ছবি (File Photo: iStock)

বাংলায় শীতের পথে কাঁটা নিম্নচাপ। সপ্তাহন্তে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা , পাশাপাশি রয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও। ফলে বঙ্গে কবে জাঁকিয়ে ঠান্ডা পড়বে, তা বলা আরও কঠিন হয়ে দাঁড়াল আবহাওয়া দপ্তরের কথা।

মঙ্গলবার হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের উপর নিম্নচাপের ঘনীভূত হচ্ছে। তার জেরেই বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। সপ্তাহ শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। বৃষ্টি হতে পারে কলকাতাতেও।

Advertisement

কয়েকদিন ধরে রাতের বেলা বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। সেই আমেজ থাকছে সকালেও। তবে বেলা বাড়লেই উধাও সেই শিরশিরে শীতের আমেজ। কোনওদিন সূর্যের তেজ তো কোনও দিন মেঘে ঢাকা আকাশ। বাড়ছে তাপমাত্রাও।

Advertisement

এই পরিস্থিতি আরও কয়েকদিন চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় ১ ডিগ্রি বেশি। আবহাওয়া দপ্তর বলছে, উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় ঊর্ধ্বমুখী হয়েছে রাজ্যের তাপমাত্রার।

এদিনই এদিকে আন্দামান সাগরে নিম্নচাপটি ঘনীভূত হবে। আগামী ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হবে সেই নিম্নচাপ। ক্রমশ সেই নিম্নচাপ পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement