চলতি এশিয়া কাপে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী। বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। তারপর থেকেই ধারাবাহিক ভাবে ভাল খেলছেন বরুণ। এশিয়া কাপে আমিরশাহী ও পাকিস্তান ম্যাচে ২ উইকেট নিয়েছেন তিনি। এবার সেই ভালো খেলার পুরস্কার পেলেন ভারতীয় স্পিনার। আইসিসি ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন তিনি। বুধবার প্রকাশিত এই তালিকায় প্রথমবারের জন্য এক নম্বরে উঠে এলেন বরুণ। যার ফলে, দুইয়ে নেমে গিয়েছেন নিউজিল্যান্ডের জেকব ডাফি। এরপর, তিনে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন।
ব্যাটসম্যানদের মধ্যে নিজের একনম্বর জায়গাটা ধরে রেখেছেন তরুণ ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচেই দুরন্ত ইনিংস উপহার দিয়েছেন পাঞ্জাবের এই বাঁহাতি ব্যাটসম্যান। তারই পুরস্কার হিসেবে কেরিয়ারের সর্বোচ্চ র্যাঙ্কিং পয়েন্ট পেলেন তিনি। অভিষেকের বর্তমান র্যাঙ্কিং ৮৮৪। দ্বিতীয় স্থানে এসেছেন ইংল্যান্ডের ফিল সল্ট। তিন নম্বরে তাঁরই সতীর্থ জস বাটলার। এদিকে, বাঁহাতি এই ব্যাটসম্যান ছাড়াও ভারতীয়দের মধ্যে প্রথম দশে রয়েছেন তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব। তিলক রয়েছেন চার নম্বরে এবং সাতে সূর্যকুমার যাদব।
Advertisement
Advertisement
Advertisement



