চলতি আইপিএল ক্রিকেটে সবচেয়ে আলোচিত নাম বিহারের ছেলে বৈভব সূর্যবংশী। বৈভব মাত্র ১৪ বছর বয়সেই এই টুর্নামেন্টে খেলার সুযোগ পায়। তবে, রাজস্থান রয়্যালসের হয়ে খেললেও সে দলকে প্লে-অফে নিয়ে যেতে পারেনি। তবে বৈভবের পারফরম্যান্সকে অবশ্যই কুর্নিশ জানাতে হবে। আইপিএল ক্রিকেটে অভিষেক ম্যাচে প্রথম বলেই সে ছক্কা মারে। আবার গুজরাত টাইটানসের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করে ইতিহাস গড়ে। বৈভবের এই অসাধারণ পারফরম্যান্সে বিহারের মুখ্যমন্ত্রী যেমন শুভেচ্ছা জানিয়েছেন এবং আর্থিক পুরস্কার দিয়ে উৎসাহিত করেছেন। তেমনই আবার সমস্তিপুরে নাগরিকরা বৈভবকে নিয়ে গর্ব অনুভব করছেন। শুক্রবার তাঁর নিজের বাড়িতে ফিরে আসে বৈভব। বাড়িতে আসার আগে তার পরিবারের সঙ্গে এলাকার মানুষজন তাকে অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেন।
উল্লেখ্য, জেড্ডার মেগা নিলাম থেকে রাজস্থান রয়্যালস ১ কোটি ১০ লক্ষ টাকায় বৈভব সূর্যবংশীকে কিনেছিল। সে সময় তার বয়স ছিল ১৩ বছর। তার কম বয়সের কারণে সেই থেকেই আলোচনায় উঠে এসেছিল। এরপর যখন সে অভিষেক ঘটায়, তখনই বুঝতে পারা গিয়েছিল সে কেমন ব্যাটসম্যান। টুর্নামেন্টে সে ৭ ম্যাচে ২৫২ রান করেছে, যার মধ্যে গুজরাতের বিরুদ্ধে শতরানও রয়েছে।
Advertisement
বৈভব আইপিএল-এ ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড গড়েছে। ভেঙে দিয়েছে ইউসুফ পাঠানের রেকর্ড। সে টি-টোয়েন্টি ক্রিকেটে শতরান করার সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ও হয়ে উঠেছে। তার বন্ধুবান্ধব সহ আরও অনেকে কেক কেটে ও মালা পরিয়ে বৈভবকে শোভাযাত্রা করে বাড়িতে নিয়ে আসেন। আইপিএলে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে বৈভব। আগামী মাসে ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনূর্ধ্ব ১৯ দলে নির্বাচিত হয়েছে বৈভব। এই দলের নেতৃত্ব দেবেন আয়ুষ মাত্রে। বৈভবের জন্ম ২৭ মার্চ ২০১১ সালে সমস্তিপুর, বিহারের তাজপুর গ্রামে। এখনও সে সেখানেই থাকে । ঘরোয়া ক্রিকেটে সে বিহার ক্রিকেট দলের হয়ে খেলে।
Advertisement
Advertisement



