ইডেনে আবার বিধ্বংসী ভূমিকায় কিশোর ক্রিকেটার বিহারের বৈভব সূর্যবংশীর। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মঙ্গলবার ইডেন উদ্যানে মহারাষ্ট্রের বিরুদ্ধে বৈভব শতরান করে ইতিহাস রচনা করল। বৈভব মাত্র ৫৮ বলে শতরান করার কৃতিত্ব দেখাল। আবার এদিন পাঞ্জাবের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক খেলায় ক্রিকেটে ফিরলেন হার্দিক পাণ্ডিয়া। স্বাভাবিকভাবেই কলকাতায় বৈভবকে নিয়ে একটা অন্য আকর্ষণ ছিল। তাই বৈভবের খেলা দেখার জন্য কিছু দর্শক মাঠে হাজির ছিলেন। কিন্তু প্রথম ইনিংসে বিহারের সহঅধিনায়ক বৈভব রান পায়নি। কিন্তু পৃথ্বী শা’র দলের বিরুদ্ধে ওপেন করতে নেমে দ্বিতীয় ইনিংসে আগ্রাসী ব্যাটিংয়ের পরিচয় পাওয়া গেল বৈভবের মধ্যে। শতরান পূর্ণ করার পথে বৈভব সাতটি ছক্কা ও সাতটি বাউন্ডারি মারেন। শেষ পর্যন্ত মহারাষ্ট্রের বিরুদ্ধে এই ম্যাচে বৈভব ৬১ বলে ১০৮ রান করে অপরাজিত থাকে। বৈভবের পাশে বিহারের অপর ক্রিকেটার আয়ুষ লোহারুকা ভালো ব্যাট করেছেন। তাঁর ব্যাট থেকে ২৫ রান এসেছে ১৭ বলে। তিনিও অপরাজিত ছিলেন।
অন্যদিকে, চোট সারিয়ে ক্রিকেটে ফিরলেন হার্দিক। গত এশিয়া কাপে চোট পেয়েছিলেন বডোদরার অলরাউন্ডার। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের ছাড়পত্র পাওয়ায় মঙ্গলবার তাঁকে প্রথম একাদশে রাখেন ক্রুণাল পাণ্ডিয়া। পঞ্জাবের বিরুদ্ধে অবশ্য বল হাতে দারুণ পারফরম্যান্স করতে পারলেন না। ৪ ওভারে ৫২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন হায়দরাবাদের ২২ গজে।
Advertisement
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের আগে হার্দিকের প্রত্যাবর্তন স্বস্তি দিতে পারে সূর্যকুমার যাদবদের। হার্দিক খেলায় ফেরায় উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরাও। মঙ্গলবার হায়দরাবাদের মাঠে ঢুকে পড়েন এক ক্রিকেটপ্রেমী। নিরাপত্তাকর্মীদের এড়িয়ে চলে যান হার্দিকের কাছেও। প্রিয় ক্রিকেটারের সঙ্গে নিজস্বীও তোলেন ওই হার্দিক-ভক্ত। পরে নিরাপত্তাকর্মীরা তাঁকে মাঠ থেকে বের করে দেন।
Advertisement
Advertisement



