• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

ছুটি বাতিল, রোহিত শর্মা অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন

দিন কয়েক আগে পর্যন্ত শোনা যাচ্ছিল বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে খেলবেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু শুক্রবার বোর্ড কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সেই সিদ্ধান্ত বদল করতে পারেন রোহিত।

ছুটি কাটানোর একটি মুহূর্তে রোহিত শর্মা। ফাইল চিত্র

মুম্বই— টানা ক্রিকেট খেলে ক্লান্ত হয়ে পড়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আবার রোহিত বাবা হতে চলেছেন, তাই স্ত্রীর পাশে থাকতে চেয়ে বিসিসিআইয়ের কাছে চিঠি দিয়ে ছুটি চেয়ে নিয়েছিলেন। সেই মতো সবরকম কর্মসূচি তৈরি করে ফেলেছিলেন রোহিত শর্মা। কিন্তু রাতারাতি ক্রিকেট বোর্ড রোহিতের ছুটি বাতিল করে দিল এবং ভারতীয় দলের সঙ্গে তাঁকে যেতে হবে অস্ট্রেলিয়া সফরে। এই সংবাদ জানার পরেই রোহিত শর্মা সিদ্ধান্ত নেন দেশের হয়ে খেলাটাকে প্রাধান্য দেওয়া উচিত। তাই ছুটি বাতিল করে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন।

দিন কয়েক আগে পর্যন্ত শোনা যাচ্ছিল বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে খেলবেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু শুক্রবার বোর্ড কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সেই সিদ্ধান্ত বদল করতে পারেন রোহিত। এখন শোনা যাচ্ছে, বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে রোহিত খেললেও খেলতে পারেন। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত কিছু হয়নি। বোর্ডের তরফে সরকারিভাবে কিছু জানানোও হয়নি।
আগামী ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। সেই সিরিজের প্রথম টেস্টে রোহিত খেলবেন কিনা, সেটা নিয়ে রীতিমতো ধোঁয়াশা রয়েছে। যা খবর তাতে ভারত অধিনায়ক দ্বিতীয়বার বাবা হতে চলেছেন। পার্থ টেস্টের সময়ই পৃথিবীর আলো দেখার কথা রোহিতের দ্বিতীয় সন্তানের। সেকারণেই নাকি ভারত অধিনায়ক আগেভাগে বোর্ডের কাছে ছুটিও চেয়ে রেখেছিলেন।

কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পর পরিস্থিতি বদলে গিয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফির গুরুত্ব অনেকটা বেড়ে গিয়েছে। যা পরিস্থিতি তাতে টেস্ট ফাইনালে খেলতে হলে ওই সিরিজ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। বোর্ড কর্তারাও টিম ম্যানেজমেন্টকে সাফ জানিয়ে দিয়েছেন, অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে যেন কোনওরকম খামতি না থাকে। সম্ভবত তাঁর পরই মতবদল হয়েছে রোহিত শর্মার। সূত্রের খবর, বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ১০ নভেম্বর ভারতীয় দলের অনেকে রওনা দেবেন। ভারতীয় ক্রিকেটারদের দ্বিতীয় দলটি অস্ট্রেলিয়া উড়ে যাবে ১১ নভেম্বর। আপাতত যা শোনা যাচ্ছে, তাতে দলের সঙ্গেই অস্ট্রেলিয়া উড়ে যাবেন রোহিত। সম্ভবত ১০ নভেম্বর ক্রিকেটারদের প্রথম দলের সঙ্গেই উড়ে যাবেন রোহিত।