• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

কানাডার বিরুদ্ধে রেকর্ড গড়ে সহজ জয় পেল আমেরিকা

শুরু হল টি-২০ বিশ্বযুদ্ধ কানাডা: ১৯৪/৫ (নভনীত ৬১, কির্টন ৫১, হরমিত ২৭/১) আমেরিকা: ১৯৭/৩ (জোনস ৯৪, আন্দ্রিয়াস ৬৫, কালিম সানা ৩৪/১) ৭ উইকেটে জয়ী আমেরিকা টেক্সাস– অবশেষে প্রতীক্ষার সমাপ্তি৷ মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বল গড়াল টি-টোয়েন্টি বিশ্বকাপের৷ টেক্সাসের স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল আমেরিকা ও কানাডা৷ আইসিসির দুই অ্যাসোসিয়েট দেশের ম্যাচে তৈরি হল একাধিক রেকর্ড৷ আর

শুরু হল টি-২০ বিশ্বযুদ্ধ

কানাডা: ১৯৪/৫
(নভনীত ৬১, কির্টন ৫১,
হরমিত ২৭/১)

আমেরিকা: ১৯৭/৩
(জোনস ৯৪, আন্দ্রিয়াস ৬৫, কালিম সানা ৩৪/১)
৭ উইকেটে জয়ী আমেরিকা

টেক্সাস– অবশেষে প্রতীক্ষার সমাপ্তি৷ মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বল গড়াল টি-টোয়েন্টি বিশ্বকাপের৷ টেক্সাসের স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল আমেরিকা ও কানাডা৷ আইসিসির দুই অ্যাসোসিয়েট দেশের ম্যাচে তৈরি হল একাধিক রেকর্ড৷ আর সেখানে জোন্সের দাপটে ৭ উইকেটে সহজেই ম্যাচ জিতে নিল আমেরিকা৷

ইতিহাস বলছে, বিশ্বের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আমেরিকা আর কানাডার মধ্যেই৷ ১৮৪৪ সাল থেকে ২০২৪, মাঝে কেটে গিয়েছে ১৮০ বছর৷ ক্রিকেট উত্তর আমেরিকা ছেড়ে পাড়ি দিয়েছে অন্যান্য মহাদেশে৷ এবার আবার যেন ‘ঘরের মাঠে’ ফেরা৷ ১৮০ বছর আগের ম্যাচে ২৩ রানে জিতেছিল কানাডা৷ এদিন কুড়ি-বিশের বিশ্বযুদ্ধের মঞ্চে অনায়াসে জিতল আমেরিকা৷

এদিন ডালাসের গ্র্যান্ড প্রাইরি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন আমেরিকার অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল৷ ব্যাট করতে নেমে রেকর্ড তৈরি করেন কানাডার ব্যাটাররা৷ বিশ্বকাপে অ্যাসোসিয়েট দেশ হিসেবে নভনীত ঢালিওয়ালরা ভেঙে দেন সর্বোচ্চ রানের রেকর্ড৷ ২০১৪-র বিশ্বকাপে নেদারল্যান্ডস করেছিল ১৯৩ রান৷ এদিন ৫ উইকেট হারিয়ে কানাডা করে ১৯৪ রান৷ শুরুতেই ঝড় তোলেন অ্যারন জনসনরা৷ ৪৪ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেলে যান নভনীত৷ শেষের দিকে ঝোড়ো ব্যাটে বড় রানের লক্ষ্য তৈরি করেন নিকোলাস কির্টন (৫১) ও শ্রেয়স মোভভা (৩২)৷

জবাবে রানের পাহাড় টপকাতে হত আমেরিকাকে৷ তাদের কাছেও ছিল রেকর্ডের হাতছানি৷ বিশ্বকাপে অ্যাসোসিয়েট দেশ হিসেবে সর্বোচ্চ রান তাড়া করতে নেমে পরীক্ষায় সফল মোনাঙ্ক প্যাটেলরা৷ কানাডার বোলাররা শুরু করেছিলেন দাপটের সঙ্গেই৷ স্টিভন টেলর ও মোনাঙ্ক ফিরে যান দ্রুত৷ তার পর আমেরিকাকে লড়াইয়ে ফেরান অ্যারন জোনস ও আন্দ্রিয়াস গোউস (৬৫)৷ বিশেষত জোনসের মারকুটে ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি নিখিল দত্তরা৷ শেষ পর্যন্ত ৪০ বলে অপরাজিত ৯৪ রান করে ইতিহাস গড়তে সাহায্য করেন তিনি৷ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আমেরিকা জেতে ৭ উইকেটে৷