• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আজ কলকাতা ঘোড়দৌড়ে দুটো কাপের বাজি

সাতটি প্রতিযোগী অংশগ্রহণ করছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে ‘পলকা ডট’ এবং ‘গোল্ড এম্পারর’-এর মধ্যে। ‘ভিক্টোরিয়া ক্রস’ ঘোড়াটি আপসেট করতে পারে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

শিবনাথ দাস

বৃহস্পতিবার কলকাতার শীতকালীন ঘোড়দৌড়ে মোট ৭টি বাজি। প্রধান বাজি ‘দ্য হিলার্ড কাপ’। প্রথম শ্রেণির মাত্র পাঁচটি ঘোড়া ছুটছে। লড়াই হওয়া উচিত ‘ব্ল্যাক ঈগল’ এবং ‘মিষ্টি’র মধ্যে। দ্বিতীয় রেসটিও (‘দ্য অ্যালোরিজ কাপ’) কাপের বাজি। সাতটি প্রতিযোগী অংশগ্রহণ করছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে ‘পলকা ডট’ এবং ‘গোল্ড এম্পারর’-এর মধ্যে। ‘ভিক্টোরিয়া ক্রস’ ঘোড়াটি আপসেট করতে পারে।

Advertisement

মতামত: প্রথম বাজি— দুপুর ১টা ১৫ মিনিট, হারমাড ১, ফরচুন ওয়ারিয়র ২, লাহিনা ৩। দ্বিতীয় বাজি— ১.৪৫ মি., পলকা ডট ১, গোল্ড এম্পারর ২, ভিক্টোরিয়া ক্রস ৩। তৃতীয় বাজি— ২.১৫ মি., জুরি ১, আবুসান ২, ভারত ৩। চতুর্থ বাজি— ২.৪৫ মি., করটাডো ১, লামিকা ২, টোগো ৩। পঞ্চম বাজি— ৩.১৫ মি., থ্রি লিটল ওয়ার্ডস ১, ইনফিনা ২, এপিক ৩। ষষ্ঠ বাজি— ৩.৪৫ মি., ব্ল্যাক ঈগল ১, মিষ্টি ২, ক্লিফোর্ড ৩। সপ্তম বাজি— ৪.১৫ মি., পানটাজি ১, ইলিনোরা ২, ড্যান্স অ্যালোং ৩। দিনের সেরা— হারমাড

Advertisement

Advertisement