শিবনাথ দাস
রবিবার মুম্বই ঘোড়দৌড়ে সাতটি বাজির মধ্যে মাত্র একটিই প্লেটের বাজি। বাকি ৬টি রেসই ট্রফির বাজি। প্রধান বাজি মুলরাজ গোকুলদাস ট্রফি। প্রথম শ্রেণির সাতটি প্রতিযোগী অংশগ্রহণ করছে।
Advertisement
মতামত:
প্রথম বাজি— দুপুর ২.০০টা, ইস্টার্ন মেনার্ক ১, বি-ম্যাজিকাল ২, এনফোর্সার ৩। দ্বিতীয় বাজি— ২.৩০ মি., মিস আমেরিকান পাই ১, আইরিশ গোল্ড ২, মার্কেট কিং ৩। তৃতীয় বাজি— ৩.০০টা, ব্রেক পয়েন্ট ১, এনডুরেন্স ২, ব্ল্যাক বান্ডার ৩। চতুর্থ বাজি— ৩.৩০ মি., জি ভ্যালেন্টিনো ১, ব্লু জেট ২, ল্যাটিওস ৩। পঞ্চম বাজি— ৪.০০টা, ইনভিক্টর ১, সোলোভা ২, লরেঞ্জো ৩। ষষ্ঠ বাজি— ৪.৩০ মি, লুসিও ১, বেজালেল ২, আমেরিকান ঈগল ৩। সপ্তম বাজি— ৫.০০টা, রয়্যাল চ্যাম্প ১, বিয়ন্ড স্টারস ২, লিও দ্য লায়ন ৩। দিনের সেরা— ইনভিক্টর।
Advertisement
Advertisement



