• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

গোষ্ঠ পালের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিনিধি— ভারতীয় ফুটবলের চিনের প্রাচীর বলতেই ফুটবলার গোষ্ঠ পালের নামটা খোদাই করা আছে৷ তিনিই প্রথম ভারত সরকারের পক্ষ থেকে ফুটবলে পদ্মশ্রী পেয়েছিলেন৷ সোমবার গোষ্ঠ পালের ৪৯তম মৃতু্যবার্ষিকী পালন করা হল ময়দান ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন ও সেন্টাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে৷ ময়দানে গোষ্ঠ পালের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের

নিজস্ব প্রতিনিধি— ভারতীয় ফুটবলের চিনের প্রাচীর বলতেই ফুটবলার গোষ্ঠ পালের নামটা খোদাই করা আছে৷ তিনিই প্রথম ভারত সরকারের পক্ষ থেকে ফুটবলে পদ্মশ্রী পেয়েছিলেন৷ সোমবার গোষ্ঠ পালের ৪৯তম মৃতু্যবার্ষিকী পালন করা হল ময়দান ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন ও সেন্টাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে৷ ময়দানে গোষ্ঠ পালের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ব্যানার্জি৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কিছু প্রাক্তন ও খুদে ফুটবলাররা৷ শ্রদ্ধা জানান সামসুল আলম, আয়সানুল হক, জুলফিকার আলি, সোমনাথ সেন ও বৈদ্যনাথ মাঝি সহ অন্যরা৷