• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

আজ যুব এশিয়া কাপ মহারণে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাবে ভারত

পাকিস্তান দলের সুভান ছাড়াও নজরে আছেন রাজা ও সায়াম। লম্বা চেহারার রাজা ভালো সুইং করতে পারেন। পাকিস্তানের স্পিনার নিকাব শফিককেও দেখে খেলতে হবে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আবার ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তানের মহারণ। অবশ্য যুব এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে রবিবার আইসিসি একাডেমির মাঠে এই ক্রিকেট যুদ্ধ দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছেন সবাই। এই দুই দলকে নিয়ে বেশ কিছুদিন ধরেই একাধিক বিতর্ক তৈরি হয়েছে। পহেলগাম কাণ্ডের পরে ভারত যেমন পাকিস্তানের মাঠে খেলতে যায়নি, তেমনই আবার পাকিস্তানও খেলতে চায়নি ভারতের মাটিতে। এই অবস্থায় দুই দলের সাক্ষাৎকার সবসময়ই ব্যতিক্রমী হয়ে থাকে। এমনকি দুই দলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন কাণ্ড নিয়ে বিতর্ক তৈরি হয়। বড়দের ক্রিকেটে ভারত এশিয়া কাপ জয়ের পরে ট্রফি পায়নি। আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের হাত থেকে ভারতীয় দল ট্রফি নিতে চায়নি। তা নিয়েও যথেষ্ট জলঘোলা হয়েছিল। এবারও তাই প্রশ্ন থাকছে, ভারত যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে কি বৈভব সূর্যবংশীরা মঞ্চ থেকে ট্রফি নেবেন?

তবে বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে ও অভিজ্ঞান কুণ্ডুরা পাকিস্তানের বিরুদ্ধে কীভাবে লড়াই করবেন, সেটাই দেখার বিষয়। প্রথম ম্যাচে পাকিস্তানের বোলাররা সেইভাবে নজর কাড়তে পারেননি। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ সামনেই। তার আগে আরও একবার নিজেদের শক্তি দেখে নিতে চাইছে ভারত। গত কয়েক দশক অনুর্ধ ১৯ দল থেকে ভারতের অনেক ক্রিকেটার উঠে এসেছেন। পরবর্তী সময়ে তাঁরা তারকাও হয়েছেন। সেই কারণেই এই প্রতিযোগিতায় ভালো খেলতে পারলে প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে কারও কারও ডাক আসতে পারে সিনিয়র দলে। সেই সুযোগ নিতে মরিয়া ভারতের তরুণ ক্রিকেটাররা।

Advertisement

এবারের এই প্রতিযোগিতায় প্রথম থেকেই ভারতীয় দল দাপট দেখিয়েছে। আমিরশাহির বিরুদ্ধে প্রথম ম্যাচেই বৈভব ১৭১ রান করে শিরোনামে উঠে আসে। তার পরের ম্যাচে দ্বিশতরান করেন অভিজ্ঞান কুণ্ডু। এছাড়াও টপ অর্ডার ব্যাটসম্যানরাও সাফল্য পেয়েছেন। তবে কোনও ম্যাচেই ভালো রান আসেনি আয়ুষের ব্যাট থেকে। তবে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে হায়দরাবাদের ক্রিকেটার অ্যালন জর্জ তিনটি ম্যাচেই অর্ধ শতরান করেছেন। ভালো খেলেছেন বিহান মালহোত্রা। এমনকি বিহান আইপিএল ক্রিকেটে ডাক পেয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে বিহান ৬১ রানে অপরাজিত ছিলেন। ভালো খেলছেন কনিষ্ক চৌহানও। তিনি ম্যাচ ফিনিশার হিসেবে ভালো খেলে থাকেন। বোলারদের মধ্যে সবচেয়ে ভালো ফর্মে রয়েছেন দীপেশ দেবেন্দ্রন। ইতিমধ্যেই তিনি ২১টি উইকেট নিয়ে সবার নজর কেড়ে নিয়েছেন। তিনি পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপের ম্যাচে টপ অর্ডার ব্যাটসম্যানদের খুব তাড়াতাড়ি ড্রেসিংরুমে ফিরিয়ে দিয়েছিলেন। তবে এটা মনে রাখতে হবে, ফাইনাল খেলার চরিত্রটা একেবারেই আলাদা হয়।

Advertisement

পাকিস্তান দলের সুভান ছাড়াও নজরে আছেন রাজা ও সায়াম। লম্বা চেহারার রাজা ভালো সুইং করতে পারেন। পাকিস্তানের স্পিনার নিকাব শফিককেও দেখে খেলতে হবে। আহমেদ হুসেনের বলেও বৈচিত্র্য আছে। পাকিস্তান দলের অধিনায়ক ফারহান ইউসাফ বলেছেন, লড়াকু ভূমিকা নিয়ে মাঠে নামব এবং ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রে স্পষ্ট জানিয়েছেন, চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়তে চাই।

Advertisement