• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হাজারও প্রশ্ন, শাস্তি পেলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান

শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের একদিনের ম্যাচে নাটকীয় ঘটনা ঘটে গেল।কায়রন পােলার্ডের করা বল এসে লাগে শ্রীলঙ্কার ব্যাটসম্যান দানুস্কা গুনাথিলাকার ব্যাটে।

কায়রন পােলার্ড (File Photo: IANS)

শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম একদিনের ম্যাচে নাটকীয় ঘটনা ঘটে গেল। কায়রন পােলার্ডের করা বল এসে লাগে শ্রীলঙ্কার ব্যাটসম্যান দানুস্কা গুনাথিলাকার ব্যাটে। বল কোথায় না দেখেই যেন দৌড়াতে গেলেন তিনি।

সতীর্থের বারণ কার পর তিনি ক্রিজে ফেরার পরে কাছেই পড়ে থাকা বলে পা লাগিয়ে দেন। ওয়েস্ট ইন্ডিজের আবেদনে সাড়া দিয়ে তৃতীয় আম্পায়র জানিয়ে দেন গুনাথিলাকা আউট। নেটনাগরিকরা যদিও শ্রীলঙ্কার ব্যাটসম্যানের পাশে দাঁড়িয়েছেন।

Advertisement

তারা বলেন এটা ইচ্ছাকৃতভাবে করেননি গুনাথিলাকা। তিনি বলটি খেয়ালই করেননি। বলে রাখা ভালাে, বিশ্বের অষ্টম ব্যাটসম্যান হিসাবে গুনাথিলাকা ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হলেন। এদিকে প্রথম একদিনের ম্যাচ আট উইকেটে জিতে নেয় ক্যারিবিয়ানরা।

Advertisement

Advertisement